Header Ads

Letest news july পদ্মা সেতুর কাজের সর্বশেষ পরিস্থিতি।২০১৮তে সেতু চালু নাও হতে পারে বলল বিশ্লেষনকারী।

  • পদ্মা সেতু : মাওয়া অংশে নদী প্রতিরক্ষা কাজের ব্যয় বাড়ল

পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের মূল নদী শাসন প্রকল্প সংলগ্ন উজানে মাওয়া পুরাতন ফেরিঘাট থেকে কান্দিপাড়া-যশোলদিয়া অংশে নদী প্রতিরক্ষামূলক কাজের ব্যয় বাড়িয়েছে সরকার। নতুন করে এ কাজে ব্যয় বাড়ানো হয়েছে ২৫ কোটি ৬২ লাখ টাকা।



আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মাঝ নদীতে সেতুর কাজ নির্মাণে রাখা ট্রলার



এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন,  সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত মাওয়া পুরাতন ফেরিঘাট থেকে কান্দিপাড়া-যশোলদিয়া বরাবর ১ হাজার ৩০০ মিটার নদী তীর প্রতিরক্ষামূলক কাজ একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ প্রকল্পের চুক্তি মূল্য ছিল ৩৯২ কোটি ৪০ লাখ টাকা। ভেরিয়েশন যুক্ত করা হয়েছে  ২৫ কোটি ৬২ লাখ টাকা। এখন প্রকল্পটি মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪১৮ কোটি ৩ লাখ টাকা।

এছাড়া বৈঠকে সরকারের আরও ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
‘পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং তা যান চলাচলের জন্য ২০১৮ সালের অক্টোবরের মধ্যে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

এসময় সেতুমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পদ্মা সেতু নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং তা যান চলাচলের জন্য ২০১৮ সালের অক্টোবরের মধ্যেই খুলে দেওয়া হবে।

সরকার ইতোমধ্যে ২১ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ ও মেরামত করেছে উল্লেখ করে তিনি বলেন, একনেক সম্প্রতি ১০টি আঞ্চলিক সড়ক নির্মাণে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা অনুমোদন করেছে।

এসময় পরিবেশ সুরক্ষায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ করার জন্য স্থানীয় সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.